পড়াশোনার পাশা পাশি খেলা ধুলায় মনযোগী হতে হবে, সাটুরিয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ মে.

পড়াশুনার পাশা- পাশি খেলা ধুলায় মনযোগী হতে হবে, স্বাস্থের প্রতিও যত্ন নিতে হবে। নতুবা সমাজে প্রতিষ্ঠিত হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেক।

তিনি সোমবার (১৩ মে) বিকালে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের আঙ্গুটিয়া কর্ণেল মালেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আজকের শিশুরা, তোমরা যারা শিক্ষার্থীগণ, আগামীতে নের্তৃত্ব দিবে। এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবা। তাই পড়াশুনার পাশা – পাশি নিজেকে বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত হতে হবে। তাই মাদক ও বাল্য বিয়ে থেকে দূরে থাকতে হবে।

এ সময় দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম জুয়েলের সঞ্চালানায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাবু, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, মো. রুহুল আমিন, ছাত্রলীগের সভাপতি শামিম হোসাইনসহ, স্কুলের শিক্ষক, ৫ শতাধিক শিক্ষার্থী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।

পরে তিনি দিঘুলিয়া ইউনিয়নের পাঁকারকণ উপযোগী রাস্তা পরিদর্শন ও পথ সভায় এলাকাবাসীর সাথে মতবিনিয় সভায় যোগদেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ মে ২০২৪।

আরো পড়ুুন