নৌকা চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিলেন রাজ্জাক হোসেন রাজ

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ জুলাই:

সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন রাজ নৌকা চালিয়ে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়া ইউনিয়য়নের মালসি, কৈজুরি, কলাশুরসহ কয়েকটি গ্রামে পানিবন্দি পরিবারের মাঝে চিড়া, মুরি, চিনি, বিস্কিট, স্যালাইন, মমবাতি, দিয়াশলাই বিতরণ করেন।

সাটুরিয়া ইউনিয়নের খুনিরটেক গ্রাম থেকে ট্রলার যোগে মালসি গ্রামে যান। পরে নিজে একটি ডিঙ্গি নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার তুলে দেন। এ সময় এক তুরুণ নেতাকে  এভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে সাহায্য করায় সাধুবাদ জানান ভানবাসী মানুষেরা।

সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় নেতা রাজ্জাক হোসেন রাজ বলেন, সাটুরিয়ার কয়েকটি গ্রাম এখন পানির নিচে। শতাধিক মানুষ উচু স্থানে আশ্রয় নিয়েছে। খাবারস বিশুদ্ব পানির সংকটে রয়েছে। বানের পানিতে এসব এলাকা দুর্গম এলাকায় রুপ ধারণ করেছে। তাই বৃহস্পতিবার শুকনা খাবার ‍তুলে দিলাম।  ঈদের আগে ও পরে আমাদের এ কাযক্রম অব্যাহত থাকবে।

 

 

 

আরো পড়ুুন