নীলা রায়ের হত্যাকারীর ফাঁসির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর

নীলা রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবীতে মানিকগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখা।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাজোটের উপদেষ্টা রতন মজুমদার, সাধারণ সম্পাদক শ্রী তাপস রাজবংশী, সহ-সভাপতি সুনীল কুমার মন্ডল, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি শ্রীমতি রত্না চক্রবর্তী, নীলা রায়ের ভাই অলক রায়, দাদু মাধব কুমার বিশ্বাস, নানা পবিত্র কুমার মন্ডলসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ৫দিন পেরিয়ে গেলেও নীলা রায় হত্যার মূল ঘাতক মিজানুর রহমানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নীলা রায়ের ঘাতক মিজানুর রহমানসহ অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

পরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ৩দিনের ছুটিসহ হিন্দু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে একইস্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদের জেলা শাখা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন