নির্বাচনে ভোট দানে অনিহা গনতন্ত্রের জন্য বিরাট হুমকি- মিজানুর রহান মিরু

সিংগাইর প্রতিনিধি, ৩০ নভেম্বর:

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিরু বলেছেন,  নির্বাচনে জনগনের ভোট দানে অনিহা গনতন্ত্রের জন্য বিরাট হুমকি।

তিনি সোমবার বিকালে সিংগাইর পৌরসভা এলাকার পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকার বাড়িতে সিংগাইর পৌর জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. মিজানুর রহমান মিরু আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচন, গনতন্ত্রের ভীত কখনো  মজবুত হতে পারে না। স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনে জনগণ ভোটদানে বিরত থাকছে। কোথাও ১০%, কোথাও ৫% ভোট পরছে। অর্থাৎ সরকারি দলের লোকেরাও ভোটদানে অনিহা বোধ করছে।  এই সংস্কৃতি গনতন্ত্রের জন্য বিরাট হুমকি হয়ে দাড়িয়েছে-

তিনি আরো বলেন, জাতীয় পার্টি জনগণের দল, তাই সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে থাকে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের স্যারের নির্দেশক্রমে আগামী সিংগাইর পৌরসভা নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। সেই লক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

 

সিংগাইর পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে  কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মানিকগঞ্জ জেলার সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, মো. নোয়াব আলী, তাইনুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজনু বিশ্বাস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি মানিকগঞ্জ জেলার আহবায়ক মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুব সংহতির  অন্যতম সদস্য ও সিংগাইর উপজেলা সভাপতি শহিদুল ইসলাম খোকন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফিরোজ হোসেন খান, মো. মিয়া খা মেম্বার, শাহনুর রহমান রাজা, পৌরসভার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাফর আলী,  উপজেলার যুব সংহতির সাধারণ সম্পাদক এলাহি, সহ-সভাপতি আদিল মাহমুদ, জাতীয় ছাত্র সমাজ সিংগাইর উপজেলা শাখার সভাপতি মিলন মাহমুদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শিপনসহ আরও অনেকে।

 

আরো পড়ুুন