মো. মতিউর রহমান, নিউইয়র্ক থেকে, ২৫ অক্টোবর.
নিরাপদ সড়ক চাই (নিসচা), যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতীয় নিরাপত সড়ক দিবস (২০২৩) উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কের জামাইকার খলিল বিরিয়ানী হাউসের মিলনায়তনে স্থানীয় সময় (২৪ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট, কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।
এতে বক্তব্য রাখেন, এ্যাসালের সভাপতি মেজবাহ উদ্দিন, সাপ্তাহিক আজকালের কর্ণধার শাহ নেওয়াজ, নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি খন্দকার রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক সাহিনুর আলম সাহিন, সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরীসহ আরও অনেকেই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ অক্টোবর ২০২৩।