মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ অক্টোবর:
নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মানিকগঞ্জে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহিদ রফিক চত্বরে, মানিকগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী’র আয়োজনে জেলার প্রগাতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
জেলা উদীচী শিল্পীগোষ্ঠী’র সভাপতি কাজী লুৎফুন নাহার শিউলী’র–এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উদীচী’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, বাংলাদেশ কৃষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আজহারুল ইসলাম আরজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি প্রফেসর আবুল ইসলাম সিকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এম.আর.লিটন, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ইকবাল খান, উদীচী’র সহ-সম্পাদক আরাফাত ইসলাম সুইট, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন দূর্জয়সহ আরও অনেকে।
বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করতে হবে। নারী-শিশু নিপীড়ক- ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার আহবান করেন ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ অক্টোবার ২০২০।