নারী ও শিশু ধর্ষকদের শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানবন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি,৭ অক্টোবর:

নারী ও শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে মানিকগঞ্জে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন ব্ল্যাক মিরর ফেসবুক গ্রুপ। বুধবার দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন গ্রুপটির এডমিন নুসরাত ইতি, সদস্য রাফসান ফয়সাল, আব্দুল্লাহ আল নোমান, আফসানা ইসলাম, বৃষ্টি আক্তার এবং আল রাফি।

বক্তারা বলেন, অতি সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনকভাবে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। একারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন করা দরকার।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ অক্টোবর ২০২০।

আরো পড়ুুন