নারী উন্নয়নে মানিকগঞ্জে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ৪ জানুয়ারী:

নারী উন্নয়নে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা হলরুমে বুধবার দুপুুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইউএনডিপির সহযোগীতা এবং সাটুরিয়া উপজেলার নারী উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলার বার্ষিক উন্নয়ন বাজেটের ৩% অর্থ বরাদ্ধ এর্ব নারীর উন্নয়নে ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক সেমিনরটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ইউএনডিপির উইং প্রজেক্টের মনিটরিং কনসালটেন্ট তারিক কাদের, কো-অর্ডিনেটর রাজিউর রহমান সহ আরও অনেকেই।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নারী সদস্য, নারী উদ্যোক্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
এর আগে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জানুয়ারি ২০২৩।

আরো পড়ুুন