নানা আয়োজনে বালিয়াটীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর:

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বালিয়াটী জমিদার বাড়ির সামনে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। এসময় দোয়া ও মাহফিলেরও আয়োজন করা হয়।

বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী, সাটুরিয়া উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জসহ ইউনিয়ন আওয়ামী লীগ এর অংগ সগঠনের নের্তৃবন্ধ।

এর আগে ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন রুহুল আমিন শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্তরে বিভিন্ন প্রজাতির ৭৪টি বৃক্ষরোপন করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন