নানা আয়োজনে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজয় দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ ডিসেম্বর:

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সুনামধন্য মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান বিজয় ২০২৪ উদযাপন করা হয়েছে।

সকাল ৮ টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বিজয় র‍্যালি । র‍্যালি শেষে হাসপাতাল চত্বরে মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমীন, কলেজের উপাধক্ষ, অধ্যাপক ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, হাসপাতালের চিফ কো-অর্ডিনেটর, ডাঃ জামিলুর রহমান সহ সকল চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মুন্নু মেডিকেল কলেজ নার্সিং ইউনিটের সকলে।

মহান বিজয় দিবস উপলক্ষে বরাবরের মতো এবারও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে।

সকাল ৮:৩০ মিনিটে হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমীন ও মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ-অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। বিকেল ৪টা পর্যন্ত অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বিজয়ের আনন্দ ভাগ করে নিতে রোগীদের ইমপ্রুভ ডাইট ও শিশু বিভাগে ভর্তিরত বাচ্চাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

এছাড়াও বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. মো. আব্দুল করিম এর দিক নির্দেশনা এবং উপাধক্ষ, অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শীতকালীন রোগব্যাধির গুরুত্ব বিবেচনায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন আধুনিক সেবা চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য: শিশু বিভাগের জন্য আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, SCANU এবং NICU, বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) সেবাদান, নাক, কান ও গলা বিভাগের জন্য Resonance Labat (Italy)ব্যান্ডের সর্বাধুনিক বহুমুখী ব্যবহৃত অডিওমেট্রি সংযোজন, চক্ষু বিভাগের জন্য আধুনিক চোখের অস্ত্রোপচারে ব্যবহৃত Optikon R-EvoSmart ব্রেন্ডের সর্বাধুনিক ফ্যাকো মেশিন সংযোজন করা হয়েছে।

পুরো ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি ও অপারেশন, ফিজিওথেরাপিতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

পাশাপাশি গর্ভবতী মায়েদের নিরাপদ ও মানসম্মত প্রসব নিশ্চিত করতে দক্ষ চিকিৎসকের মাধ্যমে নরমাল ডেলিভারি এবং সিজারেও বিজয়ের এই মাসে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। মাস জুড়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন হেলথ চেকআপ প্যাকেজ চালু করা হয়েছে, যা রোগীদের এবং স্বাস্থ্য সচেতন জনসাধারনের জন্য বিশেষ সহায়তা প্রদান করবে। মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনা ও দূরদর্শী নিবিড় পরিচর্যায় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের এই সফল উদ্যোগ দেশপ্রেম, মানবসেবা এবং মানসম্মত উন্নত চিকিৎসার প্রতীক হয়ে উঠেছে, এমনটাই জানান চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২৪।

আরো পড়ুুন