মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ ডিসেম্বর
দিনব্যাপী নানা আয়োজনে মানিকগঞ্জে যথাযথ মর্জাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকালে তুপধ্বনী,পতাকা উত্তোলণ, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
শনিবার সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের শহীদ মিনারে প্রথমে পুলিশের একটি চৌকস দলের সশস্ত্র অভিবাদন জানান।
প্রথমে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওমীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
পর্যায়ক্রমে মানিকগঞ্জ জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংগঠন, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই কর্মসূচী পালন করে।
এদিকে সকাল ৮টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট এবং শিশু-কিশোর সংগঠনগুলোর অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
তাছাড়া সকালেই বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, আলোচনা সভা, ১৫ দিনব্যপী মেলা ও শোভাযাত্রা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২৩।