মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ মার্চ:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ইলেকশন কমিশন গঠন করলেই কি সুষ্ঠ নির্বাচন পাওয়া যাবে। আমরা জানি সরকার যদি আওয়ামী লীগ থাকে, আর যে কোন ইলেকশন কমিশন গঠুন করুক না কেন নির্বাচন সুষ্ঠ হবে না। তাই আমরা বলে দিয়েছি, নির্বাচনকালীন সময়ে এই সকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচনী পরিচালনা দায়িত্ব দিয়ে একদি জাবব দিহি মূলক সংসদ গঠন করতে হবে।
তিনি বুধবার দুপুর ১ টার দিকে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় আরো বলেন, বতর্মান সময় অত্যান্ত কঠিন অবস্থা বিরাজ করছে। ১/১১ এর চেয়েও ভয়াবহ অবস্থায় চলেছে। আমাদের দেশ নেত্রি বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে অত্যন্ত অসুস্থ্য অবস্থায় তাকে গৃহ বন্ধি করে রাখা হয়েছে।
বিএনপির মহাসচিব আরো বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লক্ষ মামলা দিয়েছে। ৬ শ অধিক নেতা কর্মী গুম রয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, পারভেজকে গুম করেছে। সহ¯্রাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আর বিএনপি এখন নতুন নুতন মানুষ আসতেছে। বিএনপিতে এখন তুরুণ নুতন মুখ দেখা যাচ্ছে। তুরুণ নেতারাই আগামী বিএনপির ভবিষৎ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, চালের দাম বেড়েছে, তেলে দাম বেড়েছে। সয়াবিন তেলে দাম কমাতেই পাড়ছে না। সবজির দাম বাড়ছে। সরকারের কোন ক্ষমতা নেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার। কারন আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে দ্রব্য মূল্য দাম বাড়াচ্ছে।
এসময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জামিলুর রশিদ খান, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবুল, খোন্দকার আকবর হোসেন জগলু সহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ মার্চ ২০২২।