সাটুরিয়া প্রতিনিধি, ১১ ডিসেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে ধানকোড়া ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম (পিপিএম)।
সাটুরিয়া থানার ওসি তদন্ত মো. হাবিবুর রহমানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, ধানকোড়া গিরীশ ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মো. আবুল বাশারসহ আরও অনেকে।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম (পিপিএম) বলেন, প্রতিটি ইউনিয়নেই একটি করে বিট পুলিশিং এর অফিস খোলা হয়েছে। এখানে একজন করে বিট অফিসার দেওয়া হয়েছে। আপনারদের নিজ নিজ ইউনিয়নে বিট পুলিশিং অফিসে এসে আপনাদের অভিযোগ দায়ের করবেন। আমরা থানায় নয় এখান থেকেই অফিসার অভিযোগের সমাধান করে দিবেন।
এছাড়া সভায় নারী নির্যাতন প্রতিরোধ, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা , মাদক নির্মূলে বিট পুলিশিং এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ ডিসেম্বর ২০২০।