সাটুরিয়া প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ধানকোড়া ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ।
এসময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রাক্তন সহ-সভাপতি কামাল উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রিপন কিবরিয়াসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ সেপ্টেম্বর ২০২০।