ঘিওর প্রতিনিধি, ১৭ অক্টোবর:
ধর্ষণকারী মাদক ব্যবসায়ী চুরি ডাকাতের ও সন্ত্রাসী ইমরানের শাস্তির দাবিতে জেলার ঘিওরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর উপজেলার কামারজাগী এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে স্বল্প সিংজুরী ও কামারজাগী এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।
মোহাম্মদ জাহিদ মিয়ার সভাপতি মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. রহিজ মিয়া, আন্না বেগম, মো. হায়াত আলী, মো. হোসেন মিয়া, মো. সোনা মিয়া, আবু তালেব, আলাউদ্দিনসহ স্থানীয়রা। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইমরান হোসেন একজন লম্পট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার উঠতি বয়সের তরুণী এবং গৃহবধূদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। তিনি প্রায় রাতেই এলাকার বিভিন্ন মেয়েদের বাড়িতে খারাপ উদ্দেশ্যে উৎ পেতে থাকে। কয়েকদিন আগে আকলিমা বেগম নামে এক নারীর বাড়িতে গভীর রাতে হানা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ও মারপিট করে তাকে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করলে বখাটে ইমরান এখন জেল হাজতে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন এবং এলাকা চুরি ডাকাতির সাথে জড়িত রয়েছেন। তার ভয়ে এলাকার তরুণী ও গৃহবধূরা নিরাপদে রাস্তা চলাফেরা করতে পারে না। তাই এই বখাটে, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবী এবং আইনের ফাকফোকর দিয়ে জেলা থেকে যেন জামিন না পায় এমন দাবীও করেছেন তারা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ অক্টোবর ২০২৪।