সাটুরিয়া প্রতিনিধি, ৫ নভেম্বর:
ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যাবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি শনিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে শ্রীশীরামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উব্দোধন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এই মন্দির মানুষের মাঝে সম্প্রতি ও সোহার্ধ বৃদ্ধি পাবে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোন ধর্মের যুদ্ধের মাধ্যমে না। আমাদের মহান যুদ্ধ হয়েছিল, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক মক্তির জন্য। ধর্ম নিরপেক্ষতার জন্য। আমরা এমন একটি বসবাস করি যেখানে সবার সমান অধিকার রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমারা করোনা শক্তভাবে নিয়ন্ত্রণ করেছি। করোনা সময় এক দল বলা শুরু করল, আইসিও , ভেন্টিলেটর নেই। ভেন্টিলেটর ছাড়া ত লোক ত বাচবেই না। পরে দেখা গেল করোনা রোগীর জন্য ভেন্টিলেটরের প্রয়োজনই নেই। অ্যামেরিকায় যত লোক ভ্যন্টিলেটর ব্যাবহার করেছে সব লোক মারা গেছে। সেখানে ১২ লক্ষ লোক মারা গিয়েছে। তখন আমাদের ব্যক্তিগত ভাবে আক্রমন করেছে আমরা তা সহ্য করে করোনা মকোবেলা করে আমরা সফল হয়েছি।
এ সমসয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রীস্বপন ভট্রাচার্য।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, কোলকাতার নরেন্দপুরের রামকৃষ্ণের মহারাজ শ্রীমত স্বামী সর্বলোকনন্দজী, বালিয়াটি রামকৃষ্ণের মহারাজ স্বামী পরিমুক্তানন্দ ।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এবং ভারতসহ দেশের বিভিন্ন রামকৃষ্ণের মিশনের মহারাজসহ অনেক ধর্মযাজক, ভক্তবৃন্ধ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ নভেম্বর ২০২২।