সাটুরিয়া প্রতিনিধি, ২৫ সেপ্টেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া থানার দড়গ্রাম ইউনিয়ন পুলিশের বিট পুলিশিং এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দড়্গ্রাম ইউনিয়ন হাই স্কুল মর্কেটের সামনে উন্মুক্ত আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পিপিএম।
আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান, ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রতন বক্স, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান, এস আই সোলাইমানসহ আরও অনেকে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যাবসায়ী, স্থানীয় সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।
সভায় মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, চলমান মহামারি করোনা ভাইরসা, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, চাঁদাবাজি, পুলিশিং কার্যক্রমে দুর্নীতি বন্ধ সহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ সেপ্টেম্বর ২০২০।