দৌলতপুর ও শিবালয়ে দুর্জয়ের ত্রাণ সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ জুলাই

মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলার ৩টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।

রবিবার দিনব্যাপী দৌলতপুর শিবালয় উপজেলার বন্যাদুর্গত ২ হাজার ১ শত টি পরিবারকে ১০ কেজি করে চাল ও স্যালাইন, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এছাড়া শিবালয় উপজেলা পরিষদে ১০টি দু:স্থ পরিবারকে এক বান করে টিন ও নগদ ৩০০০ টাকা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুয়েল আহমেদ, শিবালয় ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবিরসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জুলাই ২০২০।

আরো পড়ুুন