দৌলতপুরে ৮ জেলের জরিমানা

দৌলতপুর প্রতিনিধি, ১৯ অক্টোবর:

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৮ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষার্থে ১৪ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদী থেকে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ সময়ে মাছ শিকার রোধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৯ কেজি ইলিশসহ আট জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ অক্টোবর ২০২০।

আরো পড়ুুন