দৌলতপুরে ২৫ ফিট পানির নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি, ১৫ অক্টোবর

পানিতে নিখোঁজের কয়েক ঘন্টা পর মানিকগঞ্জের দৌলতপুরে নুরুজ্জামান রিমন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কলিয়া ইউনিয়নের সিলিমপুর গ্রামের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিমন ওই ইউনিয়নের পাছ কলিয়া গ্রামের বিজিবি সুবেদার আব্দুর রহমানের ছেলে। সে মেডিকেল এসিসন্ট্যান্ট হিসেবে মানিকগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নী করছিল।

দৌলতপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রিমন তার বন্ধু ও সহপাঠী চুয়াডাঙ্গা জেলার একলাস হোসেনকে নিয়ে তাদের গ্রামে বেড়াতে আসে। সন্ধ্যার পরে সিলিমপুর ব্রীজে দাঁড়িয়ে গল্প করছিল। একপর্যায়ে রিমনের জুতা ব্রীজ থেকে পানিতে পড়ে যায়। পরে পানিতে নেমে জুতা উদ্ধার করতে গিয়ে সে ওই জলাশয়েই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েকঘন্টা চেষ্টার পর ২৫ ফিট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০২০।

 

আরো পড়ুুন