দৌলতপুরে নৌকা ডুবি, তিন ভাই বোনের মৃত্যু, নিখোঁজ দুই শিশু

দৌলতপুর প্রতিনিধি, ৪ আগষ্ট:

জেলার দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া গ্রামে নৌকা ডুবির ঘটনায় তিন ভাই বোনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুর পোনে ২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হনুফা (৩৭) তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)।

স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।

বিষয়টি দৌলতপুর থানার ওসি (তদন্ত) হাসমত আলী নিশ্চিত করে বলেন, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন