দৌলতপুরে নৌকা ডুবির ঘটনায় নিখোজ দুই শিশুর মরদেহ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি, ৫ আগস্ট

জেলার দৌলতপুরে নৌকার ডুবির ঘটনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ দীর্ঘ ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে দৌলতপুর চকমিরপুর ইউনিয়নের চরমাস্তল চরপাড়া বিলে নৌকা ডুবির ঘটনায় তিন ভাই বোনের মৃত্যু হয় ঘটনা স্থলেই। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়।

পরে বুধবার ( ৫ আগস্ট) সকাল ৮ টার দিকে দুর্ঘটনাস্থলের কিছুটা দূর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তারা হল মিথিলা (১২) শান্ত (১১)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮ ঘন্টা পর নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় সর্বমোট ৫ জনের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ আগস্ট ২০২০।

আরো পড়ুুন