মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ মে.
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশেই করোনার টিকা তৈরীর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাছাড়া রাশিয়া, চায়না ও আমেরিকা থেকেও টিকা আনার জোড় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শনিবার (১৫ মে) রাতে মানিকগঞ্জের গড়পাড়াস্থ মন্ত্রীর বাগানবাড়িতে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ঈদের আগে মানুষ যেভাবে ঢাকা ছেড়েছে, ঈদের শপিং করেছে তাতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা করেছিলাম। কিন্তু সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক চেষ্টা এবং জনগনের মাস্ক পড়ার প্রবণতা বৃদ্ধির ফলে এখনো করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য সারাদেশে এখন ১৩ হাজার বেড রয়েছে। এরমধ্যে প্রায় ১০ হাজারের বেশি বেড খালি রয়েছে। বর্তমানে আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আ’লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটোসহ আরও অনেকে।
মানিকগঞ্জ ২৪/ হ.ফ/ ১৫ মে ২০২১।