মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ অক্টোবর:
কুমিল্লাসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীর হামলা-ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানিকগঞ্জ প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল গণসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর ও মানিকগঞ্জ আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম আরজু, সিপিবি’র জেলা কমিটি সহসভাপতি হরিপদ সূত্রধর, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সেন্টু, কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক সেতোয়ার হোসেন খান, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খেলাঘর বায়রা শাখার সাধারণ সম্পাদক সম্পাদক প্রদীব হালদার, প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আরশের আলীসহ আরও অনেকে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কুমিল্লায় কথিত কোরানের অবমাননা করার অজুহাতে পূঁজা মন্ডপে হামলা করা হয়েছে। এ ঘটনার জেরে চাঁদপুরের হাজিগঞ্জে তৌহিদী জনতার নামে মিছিল করে মন্ডপে হামলা, ভাংচুর ও সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, হাতিয়ায় এবং বাঁশখালীসহ সারা দেশেই এবং বান্দরবানসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে যা পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
বক্তারা আরো বলেন, কুমিল্লাসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার-বিচারের দাবি জানান।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ অক্টোবর ২০২১।