ঘিওর প্রতিনিধি, ২৪ জুন:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয়ের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নানা কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টা থেকে ঘিওর বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়।
পরে ঘিওর উপজেলা আওয়ামী লীঘ কাযালেয়ে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসম বক্তরা বলেন গতকয়েক দিন ধরে বিভিন্ন পত্রিকায় সাবেক ক্রিকেট অধিনায়ক,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয়ের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান আলাই, ঘিওর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ জুন ২০২০।