দূর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূজা অর্চনা করতে হবে- মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ৯ অক্টোবর

দূর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূজা অর্চনা করতে হবে। উৎসবে অতিরঞ্জিত কোন কিছু করা যাবেনা। শান্তি পূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬ টি দূর্গাপূজা মন্ডপের কমিটির নের্তৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছি। অতি শিঘ্রই ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, যখন অনেক দেশ ভ্যাকসিনের কথা ভাবে নাই, আমরা তখন থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছি। আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চে মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। আমরা ইতোমধ্যে ২য় ডোজও ১০-১২% সম্পন্ন করেছি। সব মিলিয়ে আমরা প্রায় ৫ কোটি ডোজ সম্পন্ন করে ফেলেছি। ডাব্লিউএইচও থেকে আমাদের বিনামূল্যে দ্বিগুন টিকা দিতে চাচ্ছে। তারা আমাদের দেশে টিকা উ’পাদনের সকল সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বান পালসহ সদর ও সাটুরিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ১১২ টি ও সাটুরিয়ায় ৬৪ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ অক্টোবর ২০২১।

আরো পড়ুুন