দৌলতপুর প্রতিনিধি, ২৩ জুন:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়কে জড়িয়ে প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাভোকেট আজিজুল হক,জেলা আওয়ামীলীগের সদস্য ফরিদ,সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা,যুগ্ম সাধারন সম্পাদক শ্ওকত আলী খান,আখিনুল ইসলাম চৌধুরী,কোষাধ্যক্ষ মন্জুরুল হক বুলবুল প্রমূখ।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় কয়েখটি পত্রিকায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, করোনা সংকটকালেও তিনি তাঁর নির্বাচনী এলাকায় মানুষের কল্যাণে কাজ করছেন। যা বিভিন্ন সময়ে জাতীয় গনমাধ্যমে প্রচারিত ও প্রশংসতি হয়েছে। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে মানিকগঞ্জ-১ আসনে এখন নৌকার জোয়ার বইছে। কিন্তু বিএনপি-জামাতপন্ধী ব্যক্তিরা মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে উঠে। নাঈমুর রহমান দূর্জয়কে জড়িয়ে সংবাদ তারই ইঙ্গিত বহন করে।
এব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন জানান দলের অনুপ্রবেশকারী ও একটি স্বার্থন্বেষী মহল সংসদ সদস্য নাঈমুর রহমানকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে। এতে সরকারের ভাবমূর্ত ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সুনামক্ষুন্ন করতে স্বার্থন্বেষী মহল সংবাদ প্রকাশ করে অপপ্রচার করছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুন ২০২০।