ঘিওর প্রতিনিধি, ৩ জুলাই:
বিসিবি পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষে ঘিওর উপজেলায় ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করা হয়েছে ।
শুক্রবার সকাল ১১ টার দিকে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের নিন্দাপাড়া আবাসন এলাকায় উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলামের উদ্যোগে ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করছেন।
এসময় তারা আবাসন ও আশপাশে মশা নিধন অভিযান চালান। এছাড়াও সরকারি আবাসন চত্বরের বিভিন্ন আবর্জনা এবং পাশের জঙ্গল পরিষ্কার করেন । এতে যুবলীগ ও ছাত্রলীগের একঝাঁক তরুণ নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম আজাদ দুলাল, স্থানীয় ইউপি সদস্য গুলজার হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবি, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, রনি মিয়া, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, মাহমুদ পিয়াসসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জুলাই ২০২০।