সাটুরিয়া প্রতিনিধি, ২০ ফেব্রুয়ারি:
আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেছেন, দুধ কলা দিয়ে সাপ পোষা যাবে না।
তিনি বৃস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১৩ জুলাই ২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃর্তক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভাটি ধানকোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়।
এসময় আফরোজা খান রিতা আরো বলেন, কোন নতুন দল গঠন করেও বিএনপির মত জনপ্রিয়তা অর্জন করা সম্বভ না । তার প্রমাণ আওয়ামী লীগ ১৭ বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে ছিল। এখন আমরা মুক্ত। বিএনপি কেমন জনপ্রিয় দল এ সভাটি তার প্রমাণ করে। ১৭ বছর পর এ বিদ্যালয়ের মাঠটি ভরে উঠেছে ধানের শীষের ¯স্লোগানে ¯স্লোগানে। মানুষ আজ স্বাধীনতা পেয়েছে। কিন্তু আপনাদের পূনাঙ্গ স্বাধীনতা অর্জণ করতে হলে পূনরায় বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এ দেশকে কুলশিত করেছিল। খুনীরা আজ বিএনপির সাথে মিশে পিঠ বাচানোর চেষ্টা করছে। কিন্তু কোন অনুপ্রবেশ চলবে না। অন্য দল থেকে নতুন কোন সদস্য বিএনপিকে ঠায় দেওয়া হবে না। আওয়ামী লীগ কে পশ্রয় দেওয়া যবে না। কারন তারা সুযোগ পেলে আবার জাতির উপর আক্রমণ করবে। তাই আপনাদের আরো সর্তক থাকতে হবে।
আফরোজা খান রিতা আরো বলেন, তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা খুবই সময় উপযোগী। আগামী রাষ্ট্র পরিচালনা করার সময় তা অনুসরণ করতে হবে। তাই আগামীতে মানিকগঞ্জ জেলা বিএনপির ঘাটি তা আবারও ভোটের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।
ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ আরও অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ ও জেলা সরকারী আইন কর্মকর্তা (জিপি) অ্যাভোকেট আব্দুল আউয়াল খান, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনির রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, জমশের আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানসহ মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ ফেব্রুয়ারি ২০২৫।