দুই উপজেলায় শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ করেছি, মানিকগঞ্জ জেলা প্রশাসক

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ মে.

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেছেন, সব শ্রেণীর মানুষের সহযোগীতায় মানিকগঞ্জের দুই উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ করতে পেরেছি।

তিনি বুধবার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক আরো বলেন, ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের শেষ দফায় ২৯ মে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরে ইভিএমে ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথায় কোন বড় ধরনের নির্বাচন সংক্রান্ত বিশৃঙ্খলার ছাড়া অনুষ্ঠিত হল। নারী ভোটারের পাশা- পাশি পুরুষ ভোটারদের উপস্থিতি সন্তোষ জনক। এজন্য আমি সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরের সকল প্রতিদন্ধী প্রার্থী, আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের কারনেই এ সফলতা এসেছে।

এ সময় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিসার ( মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান উপস্থিত ছিলেন।

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় দফায় জেলার সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলায় সকাল ৮ থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকাল ৪ টা পর্যন্ত। বিকাল ৪ টা পর্যন্ত এ উপজেলায় কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ ৩ পদে মোট ১৭ এবং মানিকগঞ্জ সদরে চেয়ারম্যান পদে জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোট ১৫ জন প্রার্থী পতিদন্ধীতা করছেন।

সাটুরিয়া উপজেলা ৯টি ইউনিয়নে ৬০ টি কেন্দ্র, মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৩ শত ৪৭ এবং মানিকগঞ্জ সদরে ২ লক্ষ ৭৬ হাজার ৮ শত ২৩ জন ভোটার রয়েছেন। সুষ্ঠু ভোট গ্রহণ ও পরবর্তী সময়ের জন্য সাদা ও পোশাকদারী পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ মে ২০২৪।

আরো পড়ুুন