সাটুরিয়া প্রতিনিধি, ১৩ মে.
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ মালেক বলেছেন, দিঘুলিয়া ইউনিয়নে কোন এক সময় বিদ্যালয় ছিল না। অনেক এমপি মন্ত্রী ছিল। কেউ কি স্কুল প্রতিষ্ঠা করেছে ? আমার জানামতে তৎকালীন সময় বাংলাদেশের শুধু মাত্র দিঘুলিয়া ইউনিয়নে উচ্চ বিদ্যালয় ছিল ন। আমি আমার বাবার নামে এ ইউনিয়নে একটি স্কুল প্রতিষ্ঠা করেছি। বর্তমানে এ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী পড়া লেখা করছে। যারা ভভিষ্যতে এ সমাজকে আলোকীত করবে।
তিনি সোমবার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের পাঁকারকণ উপযোগী রাস্তা পরিদর্শনের আগে চাচিতারা বাজারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করেন। তাই তিনি উন্নয়ন করছেন। আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আমি আজ আমার নির্বাচনী ১৫ ইউনিয়নে পাঁকারকণ উপযোগী রাস্তা পরিদর্শন কাজ শেষ করতে পেরেছি। নৌকা পরাজীত হলে এ কাজ করতে পারতাম না। তাই আপনারা যদি সঠিক সময়ে সঠিক প্রার্থী বাছাই না করে নেন, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না।
পথ সভায় দিঘুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দিঘুলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান সফিউল আলম জুয়েল, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার প্রমুখ।
এ সময় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাবু, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, মো. রুহুল আমিন, মানিকগঞ্জ যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাটুরিয়া ছাত্রলীগের সভাপতি শামিম হোসাইন সহ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ মে ২০২৪।