সাটুরিয়া প্রতিনিধি, ৩ অক্টোবর:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের বর্ধিত সভা শনিবার বিকাল ৫ টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
চাচিতারা বাজারে বর্ধিত সভায় দিঘলিয়া যুবলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের উপদেস্টা অ্যাডভোকেট ওয়াদুদ বাবু, বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, দিঘলিয়া ইউনিয়নিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন।
বর্ধিত সভায় দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সুজন মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাটুরিয়া যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ অক্টোবর ২০২০।