দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাটুরিয়ার ইউএনও

সাটুরিয়া  প্রতিনিধি, ২১ ডিসেম্বর:

রাতের আধারে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাটুরিয়া উপজেলা নিরাহী অফিসার মো. ইকবাল হোসেন।

শুক্রবার রাতে বালিয়াটি জমিদার বাড়ি, পশ্চিম চালা এলাকা, সাটুরিয়া হাসপাতাল রোড এবং কালুশাহ মাজার এলকায় এই কম্বল বিতরণ করেন।

এসময় সড়কে থাকা ভাষমান দুস্থ্যদের হাতে  এই কম্বল তোলে দিলে খুশী হন।এ ব্যপারে কম্বল পাওয়া বালিয়াটি বাজারের পান দোকানদার মুক্তার হোসেন বলেন, গভীর রাত পর্যন্ত পান বিক্রি করি। এখন শীতের মাত্রা বেশী। আবার মৃদু বাতাশ বইতে শুরু করেছে। এতে শীত বেড়েছে সাটুরিয়ায়। হঠাৎ করে ইউএনওর গাড়ী এসে থামল গতকাল রাতে। আমাকে ও আশে পাশের অবস্তান রত ছিন্নমুল অনেকের গায়ে কম্বল দিলেন। এতে আমার উপকার হয়েছে।

সাটুরিয়া উপজেলা নিরাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জ জেলা পরিষদ থেকে ৩ শতাধিক কম্বল হাতে পেয়েই তা বিতরণ শুরু করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ৩ লক্ষ টাকার কম্বল কেনা হচ্ছে। হাতে পেলে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিত্বে দুস্থ্য ও গরীব মানুষের মাঝে তা বিতরণ করা হবে। বিভিন্ন এতিম খানা ও মাদ্রসায় কম্বল বিতরণ করা হবে। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান ছাড়াও যে কোন সংগঠন ও ব্যক্তি কম্বল বিতরণ করতে পারে এবং আমাদের মাধ্যমে তা বিতরণ করার সুযোগ রয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ ডিসেম্বর ২০২৪।

আরো পড়ুুন