সাটুরিয়া প্রতিনিধি, ২৬ জুন:
মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ৮ টি ঘরের বারান্দার পিলার ভেঙ্গে ফেলেছে দৃবৃর্ত্তরা। শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেছেন।
সাটুরিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তিতে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে ১৫ টি আশ্রায়ন ঘর নির্মান করা হচ্ছে। নির্মাণকৃত খাস জমিতে পূর্বে কয়েক ব্যাক্তি দখল করে খাচ্ছিল। তাদেরকে উচ্ছেদ করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ১৫ ঘরের নির্মাণ কাজ চলছিল। এ ঘর নির্মানের সময় স্থানীয়ভাবে অনেক বাঁধা বিপত্তি আসে । শনিবার দিবাগত রাতে কে বা কাহারা সে ঘরের বারান্দার পিলার গুলো ভেঙ্গে ফেলেছে।
স্থানীয় কুদ্দুস মিয়া ও সায়েদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মালিকানা জমি মনে করে কয়েকজন ব্যাক্তি ওই জমি দখল করে বসবাস করে আসছিল। সেই জমি সরকারি খাস বলে সাটুরিয়া সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা দখলমুক্ত করে জমি উদ্ধার করেন। দখলমুক্ত করে সেখানে আশ্রায়ন ঘর নির্মাণ করা হচ্ছে। পূর্বে যারা বসবাস করছিল তারাও ভূমিহীন হিসেবে তিনমাস আগে ঘরের জন্য আবেদন করেন ইউএনওর কার্যালয়ে। ওই আবেদনে ক্রুটি থাকায় গত সপ্তাহে আবেদন করেন তারা। আবেদনের তিনদিন পরেই ঘরের পিলার ভেঙ্গে ফেলা হয় বলে তারা জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মবকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বৃস্পতিবার কাজ করে রাজমিস্ত্রিরা চলে যায়। শুক্রবার সাপ্তাহিক কাজ বন্ধ থাকে। রবিবার সকালে কাজ করতে এসে দেখেন ৮ টি ঘরের বারান্দার পিলারের খুটি দৃবৃর্ত্তরা ভেঙ্গে ফেলেছে। আমি নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আমি নিজে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছি।
সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, ২৫ জনু পদ্মা সেুতু উদ্বোধন হল। এ ঘরঘুলি ৩০ জুন সম্পন্ন করার কথা ছিল। এই আনন্দের মধ্যে কে বা কারা এ জগন্য কাজটি করেছে। সকালে এ সংবাদ পাওয়ার সংঙ্গে সংঙ্গে ঘটনা স্থলে ছুটে গিয়েছি। এ ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে।
আসামীদের খুঁজে বের করতে সচেতন মহলকেও পুলিশ বাহিনীকে সহযোগীতা করার আহবান করেন তিনি।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে একটি অজ্ঞাতনামা মামলা করেছেন। তদন্ত করে আসামীদের বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জুন ২০২২।