তীব্র স্রোত ও ফেরি সংকটে পাটুরিয়ায় যানবাহনের চাপ

শিবালয় প্রতিনিধি, ৪ জুলাই:

ফেরি সংকট ও পদ্মা-যমুনায় তীব্র স্রোতের কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নেরুটের ফেরি চলাচল ব্যাহত হচেছ। তীব্র স্রোতের কারনে ফেরি পারা পারে বেশী সময় লাগছে।

দেশের দক্ষিণ পশ্চিত অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ এই নৌরুটে গত কয়েকদিন ধরে স্রোতের কারনে যানবাহনের চাপ বাড়ছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ঘাট এলাকায় অপেক্ষা করে ফেরির দেখা মিলছে। এতে মারাত্বক দুর্ভোগের স্বীকার হচ্ছেন যানবাহন শ্রমিক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ৩টি ফেরি ভাসমান কারখানায় কাজ করায় মাত্র ১৩ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে।

শনিবার দুপুর ২ টা পর্যন্ত পাটুরিয়ায় ঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। তবে এ কর্মকর্তা আরো জানান, শনিবার যাত্রীবাহি বাসের তেমন কোন চাপ নেই। ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে যাত্রীবাহি বাস ও ব্যাক্তিগত যানবাহন।

একাধিক চালকরা জানিয়েছেন, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরির টিপ সংখ্যা কমে গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমানে ফেরি পারা পারে ২০- ২৫ মিনিট সময় বেশী লাগছে। এতে বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালকদের ভোগান্তী সবচেয়ে বেশী হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জুলাই ২০২০।

আরো পড়ুুন