ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার আসাদ মিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ মার্চ

ঢাকা রেঞ্জ ও মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর (ডিবি) নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাব ইন্সপেক্টর মো: আসাদ মিয়া।

আজ সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম বার এর কাছ থেকে তিনি শ্রেষ্ঠ অফিসারের ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

এসময় অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, নুরুল আলম মিনা, জিহাদুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদ মিয়া বলেন, এই পুরুস্কার আমার জেলা পুলিশের প্রাপ্তি। জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় এবং গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলামের তত্বাবধায়নে আগামী দিনগুলোতেও জনবান্ধন পুলিশিং কার্যক্রম চালিয়ে যেতে চাই। পাশাপাশি আগামী দিনগুলোতে জেলা পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ মার্চ ২০২২।

আরো পড়ুুন