ঢাকা- আরিচা মহাসড়কের ৬ কিলোমিটার যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ মে:

ঢাকা- আরিচা মহাসড়কের ৬ কিলোমিটার সড়ক জুড়ে যানজটের দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে ঈদ ঘরমুখো হাজার হাজার মানুষ।

দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। গত কয়েকদিন ধরে এই ঘাটে যাত্রী পারাপার ঠেকাতে ফেরি চলাচল বন্ধ রাখেন ঘাট কর্তৃপক্ষ। তবে সোমবার বিকেল থেকে পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক করেছেন বিআইডব্লিউটিসি। লকডাউনের কারণে এই রুটে কার্যত ফেরি চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পাড়পারের জন্য ৩টি ফেরি নিয়োজিত ছিল।

 

বুধবার সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকা – আরিচা মহাসড়কে প্রায় ৬ কি: মি: তীব্র যানযট। সেই সাথে পাটুরিয়া ঘাট ঘুরে ঘরমুখো মানুষের ঢল । পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতে অ্যাম্বুলেন্সে ও যানবাহনের পাশাপাশি প্রায় আট -নয়শত করে যাত্রী পার হচ্ছে। সেক্ষেত্রে পাড় হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বিষয় লক্ষ্য করা যায়নি। এতে করে দ্রুত করোনা সংক্রমনের ঝুঁকি রয়েছে। সেইসাথে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষেরা।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, সোমবার বিকেল ৫ টা থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ৩টি ফেরির স্থলে প্রয়োজনীয় সংখ্যক ফেরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ মে ২০২১।

আরো পড়ুুন