ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর

ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে শিবালয়ের বাঘুটিয়া ও বিকালে মহাদেবপুর ইউনিয়নে ২’শ পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান (বিবেক), সভাপতি প্রকৌশলী মো. আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম খানসহ আরও অনেকে।

এসময় সমিতির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সহসভাপতি রজব আলী দেওয়ান, কার্যনির্বাহী সদস্য আকতার গোসেন জাহানুর, অর্থ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কোহিনুর রহমান, মোঃ স্বাধীন খান, এ্যাড. মোঃ কামরুজ্জামান ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর আহমেদ, সমাজ কল্যান সম্পাদক আশফাকুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিসানুর রহমান রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, জনসংযোগ সম্পাদক আব্দুল মালেক, মসলেহ উদ্দিন খান মজলিশ, বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট পারভেজ বাবুল, হাবিবুর রহমান হাবিব,বিশিষ্ট কবি দেওয়ান মমিনুল হক, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোজাম্মেল হোসেন লুলু, আশরাফুল ইসলাম পলাশ, আব্দুল মজিদ, আসাদুল আলম মামুন, মোঃ হায়দার আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যান সমিতি ঢাকার মিরপুরে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ মানিকগঞ্জ জেলার মানুষের
কল্যানে এবং মানিকগঞ্জ জেলার উন্নয়নে উক্ত সমিতি প্রতিষ্ঠা করেন। বিগত বছরগুলোতে সমিতির মাধ্যমে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম, জাতীয় দিবসমূহ উদযাপন শীতবস্ত্র বিতরন ইত্যাদি কার্যক্রম পরিচালিত করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ সেপ্টেম্বর ২০২০।

 

আরো পড়ুুন