ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ মার্চ ২০২১:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ।

সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সহ সভাপতি রুমা আক্তার, সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ সৈয়দা সাবরিনা সম্পা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনামিকা আক্তার স্বর্ণাসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বাতিল করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সকল লেখক, সাংবাদিক, মুক্তমনা ও সাংস্কৃতিককর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ মার্চ ২০২১।

আরো পড়ুুন