মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ জুলাই:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলা শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি ঘিওর থানার এস,আই আবদুস সালাম নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা হামজা খান তাঁর ব্যক্তিগত ফেসবুকে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নারী কেলেঙ্কারি ও ভূমিদস্যু সম্বোধন করে পোস্ট দেন।
পরে ১৩ জুন ঘিওর উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিনজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা করে বিকেলেই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বলেন, হামজা খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জুলাই ২০২০।