সাটুরিয়া প্রতিনিধি, ২ ফেব্রুয়ারি
ডাক্তার লুৎফর রহমানের উদ্যোগে সাটুরিয়ায় কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বাবা আনসার আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে অসহায় দু:স্থদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজী একে এম রাসেল, মেডিকেল অফিসার ডা: ওয়ালিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সারাবছরই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ঔষধ বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। বাড়ি বাড়ি গিয়েও তিনি বিনামূল্যে অসহায় রোগীদের সেবা দিয়ে আসছি। আজ বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দেড় শতাদিক মানুষকে কম্বল দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ ফেব্রুয়ারি ২০২২।