ডাক্তারসহ বিভিন্ন স্থানে নিয়োগে ৭০ শতাংশ নারীরা সুযোগ পাচ্ছে- সাটুরিয়ায় জাহিদ মালেক

সাটুরিয়া প্রতিনিধি, ২৪ ফেব্রুয়ারি:

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারী হাসপাতালে ডাক্তার নিয়োগসহ বিভিন্ন স্থানে ৭০% নারীরা সুযোগ পাচ্ছেন। শেখ হাসিনার হাত ধরেই সব স্থানে নারীরা ছেলেদের চেয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি শনিবার দুপুরে সাটুরিয়ার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবীণ বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠান করার সময় এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন সাবেক সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ খ ম নূরুল হক, মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, হরগজ শহীদ স্বৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান সহ আরও অনেকেই।

পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৪।

আরো পড়ুুন