মোহাম্মদ আবু রাহাত
ছুটছি তো ছুটছি টাকার পিছনে
বিবেক বুদ্ধি হীন।
ভাবনা নাহি মোর, রাত নাকি ভোর
কিংবা পরকালের দিন।
কেবা ভাই বন্ধু কেবা আমার
স্বজন পরিজন।
টাকা হলেই হল,কারবা ভাল, কারবা ক্ষতি
সে দিকে নাই মোর মন।
টাকার পিছনে সব ক্ষয়েছি
মেরে ফেলেছি মনের মানুষ খানি।
বিচার বোধ নাই ভাল মন্দের
টাকারেই শুধু চিনি।
ভেবে লাভ কি দেশের কথা
আমিতো লাভবান।
যদিও জানি যমের হাত থেকে
নাই মোর পরিত্রাণ।
তার পরও আমি স্বেচ্ছাচারী
টাকা আমার চাই।
ইতর অধম যে যাই বলুক
সেই জ্ঞান তো মোর নাই।
মানিকগঞ্জ২৪/ ১৭ আগষ্ট ২০২০।