জামানতের টাকা ফেরত পেলেন ভাড়াটিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ নভেম্বর

জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে দোকানের জামানতের টাকা ফেরত পেলেন আব্দুল লতিফ নামের এক ব্যবসায়ি।

মঙ্গলবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ওই ব্যবসায়ি জামানতের ১ লাখ ১২ হাজার টাকা ফেরত পেয়েছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ২০১৩ সালে শহীদ রফিক সড়কের ভিসি শপিং সেন্টারে একটি দোকান ভাড়া নিয়েছিলেন টেকনো কোম্পানির ডিলার আব্দুল লতিফ। তিন বছর মেয়াদ শেষে তিনি শপিং সেন্টারের মালিক আবুল হোসেন ও শাহরিয়ার নূর টুটুলের কাছে জামানতের টাকা ফেরত চান। কিছুদিন পর মালিকপক্ষ ওই টাকা ফেরত দিতে নানা বাহানা করে।

পরবর্তীতে গত ৭ অক্টোবর আব্দুল লতিফ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় দুই দফা শুনানী শেষে অভিযোগকারীকে তার প্রাপ্ত ১ লাখ ১২ হাজার টাকা মঙ্গলবার বুঝিয়ে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন