জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য হলেন মিজানুর রহমান মিরু

সিংগাইর প্রতিনিধি, ১৪ অক্টোবর:

জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য হলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরু।

১৪ অক্টোবর বুধবার কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি-এর নেতৃত্বে সাংগঠনিক সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান-আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব-গোলাম মোহাম্মদ রাজু,সাংগঠনিক সম্পাদক- মোঃ হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, হুমায়ুন খান, ছাত্র বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান মিরু, যুগ্ম-দফতর সম্পাদক- মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য- আবু সাঈদ স্বপন ও আবু নাঈম ইকবাল।

মানিকগঞ্জ২৪/ অ. মি/ হা.ফ/ ১৪ অক্টোবর ২০২০।

আরো পড়ুুন