জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে ওলামাদের নিয়ে আলোচনা সভা

অহিদুর রহমান রানা, ১৪ আগষ্ট:

শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে ধর্মিয় নেতা ও আলেম ওলামাদের নিয়ে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়েছে।

মানিকগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভাটি সোমবার বিকালে মানিকগঞ্জ কালেক্টরেট জামে মসজিদ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হারেস সিনহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

মানিকগঞ্জ ইসালামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ মুরছালের উপস্থপানায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, মানিকঞ্জ জামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: মনিররুজ্জামান রব্বানী, উলামা মশায়েখ পরিষদের মহাসচিব আলহাজ্ব মো: বশির রেজা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এন পি আই) এর অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, মাষ্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলম, সদর ফিল্ড সুপার ভাইজার দেলোয়ার হোসেন ছাড়াও মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতা ওলামায়ে মাশায়েখ।

এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করার দাবি জানান, বক্তারা আরো,বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের ওলামায়েদের জন্য বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে গিয়েছিলেন বলেই আমরা ধর্মকে আজ আক্রিয়ে ধরতে পেরেছি, এবং যার যার ধর্ম সেই সেই পালন করতে পারছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন বলেই আমরা এ প্রতিষ্ঠান পেয়েছি। ইসলামিক ফাউন্ডেশন সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও জানান বক্তারা।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সকল শহীদ দের জন্য দোয়া করা হয়।

 

আরো পড়ুুন