সাটুরিয়া প্রতিনিধি, ২৪ জুলাই:
নিরাপদে মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে সাটুরিয়ায় জাতীয় মৎস সপ্তাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা মৎস অফিসে বিভিন্ন সংবাদকর্মী এবং মৎস চাষী প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
আরও বক্ত্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সদস্য সচিব, এসএ টিভি ও দৈনিক দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক ইনকিলাবের সাটুরিয়া প্রতিনিধি মো. সোহেল রানা খান, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস ও কাল বেলার সাটুরিয়া প্রতিনিধি অলক রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস মো. হোসেন জয়, আব্দুস সালাম সফিক, আল মামুন, দৈনিক জনকন্ঠের সাটুরিয়া প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রানাসহ সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মৎসচাষি প্রতিনিধিরা।
বক্তারা সাটুরিয়া উপজেলায় অবৈধ জাল নিধন, মৎস চাষে সাফল্য নিয়ে বিস্তারিত সুপারিশ তোলে ধরেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ জুলাই ২০২৩।