জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ নভেম্বর

মানিকগঞ্জে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলা পার্টি অফিসের সামনে থেকে বিশাল এক মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

সোমবার দুপুরে শহীদ রফিক সড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুব লীগ।

জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিসহ জেলা উপজেলার যুবলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদী গোষ্ঠীরা ভুল ব্যাখ্যা করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে। বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। কিন্তু যুবলীগ কখনো তা হতে দেবেনা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা সমালোচনা করেন এবং বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন