মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ ফেব্রুয়ারি:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের ২৩ তম সম্মেলন দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে । ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের এম.আর.লিটন’কে সভাপতি এবং রাসেল আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ।
২৫-২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা সংসদের ২৩ তম সম্মেলন অনুষ্ঠিত হয় । ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী কাউন্সিল অধিবেশনে এম.আর.লিটন’কে সভাপতি, রাসেল আহম্মেদ সাধারণ সম্পাদক এবং রাহুল সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে দুইটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে। পরবর্তী সময় সভায় পদ তিনটি কো-অপট করে নেয়া হবে ।
কমিটিতে অন্যান্য সদস্য হলেন, সহসভাপতি রুমা আক্তার, কায়সার আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ সৈয়দা সাবরিনা সম্পা, সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আক্তার স্বর্ণা, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ হোসেন , সদস্য আনোয়ার হোসেন দূর্জয়, সদস্য শাহীনুর রহমান শাহীন, সদস্য বিপ্লব চন্দ্র সরকার, মহিদুর রহমান ও অন্তর ইসলাম ।
নবনির্বাচিত কমিটির সকলকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ফয়েজ উল্লাহ।
এর আগে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম।
উদ্বোধনী সমাবেশের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ডা. লেলিন চৌধুরী ।
এসময় সিপিবি’র জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক আসমানি আশা, সংগঠনের জেলা কমিটির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে সমাবেশ স্থল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশ স্থলে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর সেখানে উপস্থিত সবাই স্থানীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় “মনের মানুষ” ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় গণসংগীত ও নৃত্য উপভোগ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ ফেব্রুয়ারি ২০২১।