সাটুরিয়া প্রতিনিধি, ১৩ নভেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম (ধলা) বলেছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে পারলে প্রথমে তিল্লিকে মাদকমুক্ত ঘোষনা করব। কারন শিক্ষিত হয়েও অনেক তরুণ প্রজণ্ম ধংস হচ্ছে মাদকের করাল থাবায়।
তিনি শুক্রবার সন্ধায় পারতিল্লি বাজারে আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে এক মতবিনিয় সভায় এসব কথা বলেন।
মো. শরিফুল ইসলাম (ধলা) বলেন, আমার পিতা মো. আবুল কালাম তিল্লি ইউনিয়নে সফল সাবেক চেয়ারম্যান। মৃত্যুর আগ পযন্ত তিনি আপনাদের জন্য কাজ করে গিয়েছেন। তিল্লিকে গড়তে বিভিন্ন হাট বাজার, স্কুল, অসংখ রাস্তা নির্মাণ করে গেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে মনোয়ন প্রত্যাশী। আশা করি আমার প্রাণ প্রিয় নেতা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন আমাকে নৌকা প্রতিক দিবে। আমি মনোয়ন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনারা সেবায় করতে চাই। আমার পিতার অসমাপ্ত উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত করতে চাই।
মতবিনিয় সভায় বক্তব্য রাখেন তিল্লি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিল সরকার, তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তাহাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, ৫ নং ইউপি সদস্য আলহাজ্ব, ৭,৮ ৯ নং ওয়ার্ড সদস্যা জীবন নাহারসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিবিন্ন নেতাকর্মীরা।
সভায় ৫.৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ নভেম্বর ২০২০।